ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

এতিমদের সঙ্গে ইফতার করলেন খালেদা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
এতিমদের সঙ্গে ইফতার করলেন খালেদা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: প্রতিবছরের ন্যায় এবারও দলের সিনিয়র নেতাদের নিয়ে পবিত্র রমজানের প্র্রথম দিনে ওলামা-মাশায়েখ ও এতিমদের সঙ্গে ইফতার করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শুক্রবার (১৮ জুন) সন্ধ্যায় রাজধানীর নিউ ইস্কাটনের লেডিস ক্লাবে ওলামা-মাশায়েখ ও এতিমদের জন্য এ ইফতার মাহফিলের আয়োজন করেন বিএনপি প্রধান।



এসময় খালেদা জিয়া শিশু এতিম শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন। ইফতারের আগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোর ‍আত্মার শান্তি কামনা করে এবং দেশের সমৃদ্ধি ও সাফল্য কামনা করে মোনাজাত করা হয়।

ইফতারে খালেদা জিয়ার সঙ্গে অংশ নেয় রাজধানীর ফকিরাপুল জামেয়া ইসলামিয়া মাদ্রাসা, রহমাতে আলম ইসলামী মিশন, শান্তিনগর, খিলগাঁও ও তেজগাঁয়ের কয়েকটি এতিমখানা থেকে দুই শতাধিক এতিম শিশু।

ওলামা-মাশায়েখদের মধ্যে ইফতারে অংশ নেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে চেয়ারম্যান মাওলানা কামাল উদ্দিন জাফরী, বারিধারা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নূর হোসেন কাশেমী, চট্টগ্রামের পটিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোজাফ্ফর আহমেদ, ছারছিনা দরবার শরীফের ছোট হুজুর শাহ আরিফ বিল্লা সিদ্দিকী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে উপজেলা চেয়ারম্যান মাসুদ বিন সাঈদী, লালবাগ মাদ্রাসার প্রিন্সিপাল আবুল হাসনাত আমীনী প্রমুখ।

ইফতারে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, এম কে আনোয়ার, বেগম সারোয়ারী রহমান, ড. মঈন খান, লে. জে (অব.) মাহবুবুর রহামন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ তালুকদার, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ওলামা দলের সভাপতি আব্দুল মালেক, দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীম প্রমুখ।

ইফতারে ২০ দলের শীর্ষ নেতারাও উপস্থিত।
 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ২১ জুন রাজনীতিবিদদের ও ২২ জুন বিশিষ্ট নাগরিকদের সম্মানে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ইফতার মাহফিলে অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
এমএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।