ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

বল প্রয়োগে টেকা যাবে না

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
বল প্রয়োগে টেকা যাবে না ড. কর্নেল (অব.) অলি আহমদ

ঢাকা: বল প্রয়োগ করে বা জোর জুলুম করে আর বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যাবে না বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি, সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় রাজধানীর রাওয়া ক্লাবে এলডিপির নেতাকর্মীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।



কর্নেল অলি বলেন, দেশে গণতন্ত্র এবং গণতান্ত্রিক আচরণ সম্পূর্ণ অনুপস্থিত। ক্ষমতায় টিকে থাকাই এখন বড় বিষয়।

দেশের শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য অনতিবিলম্বে ২০দলীয় ঐক্যজোটের নেত্রীর সঙ্গে আলাপ-আলোচনার পদক্ষেপ গ্রহণ করার জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন মোস্তফা, সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, প্রচার সম্পাদক বেলাল হোসেন মিয়াজী, মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তালুকদার ও গণতান্ত্রিক যুবদলের সভাপতি তমিজ উদ্দিন টিটু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।