ঢাকা: ঈদে জনসাধারণের নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
রোববার (২১ জুন) সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে রাজনীতিবিদ ও কূটনৈতিকদের সম্মানে আয়োজিত ইফতারে তিনি সরকারের প্রতি এ আহ্বান জানান।
এরশাদ বলেন, প্রতিদিন সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণ ঝরছে। সরকার যদি এখনই সাবধান না হয়, তবে ঈদের সময় অনেক দুর্ঘটনা ঘটতে পারে। সরকারকে এখনই পদক্ষেপ নিতে হবে ঈদে ঘরমুখী মানুষের নিরাপদ যাওয়া-আসা নিশ্চিত করতে।
তিনি বলেন, আমরা রাজনীতি করি মানুষের জন্য। আমরা চাই জনগণ সুখে-শান্তিতে থাকুক। আমরা চাইনা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ দুর্ভোগের শিকার হোক।
জাতীয় পার্টির এই ইফতারে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলির সদস্য তোফায়েল আহমেদ, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী, জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের, সৈয়দ আবু হোসেন বাবলা, কাজী ফিরোজ রশিদ, রুহুল আমি হাওলাদারসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, জার্মান, ইরান, সৌদি আরব, ইন্দোনেশিয়াসহ ১৫টি দেশের রাষ্ট্রদূত অংশ নেন।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, জুন ২১, ২০১৫
এসই/এটি
** রাজনীতিকদের সঙ্গে এরশাদের ইফতার