ফেনী: ফেনীর ছাগলনাইয়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় জিয়া উদ্দিন সবুজ (২৫) নামে এক ছাত্রদল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাত ৮টার দিকে তাকে পশ্চিম ছাগলনাইয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ খাঁন চৌধুরী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম ছাগলনাইয়া গ্রামে অভিযান জিয়া উদ্দিন সবুজকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় ২টি মামলা রয়েছে।
এর আগে পূর্ব শত্রুতার জের ধরে ৩০ মে শনিবার রাতে বাড়ি ফেরার পথে ছাগলনাইয়া কলেজ রোডের গোল্ডেন পলিটেকনিকের সামনে মো. সবুজের নেতৃত্বে ৫/৬ জন সন্ত্রাসী স্থানীয় সাপ্তাহিক তারা ও নতুন ফেনীর সাংবাদিক কামরুল হাসানকে মারপিট করেন।
এ ঘটনায় ৯ জুন কামরুল হাসানের বাবা হোসেন মিয়া বাদী হয়ে ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, জুন ২১, ২০১৫
পিসি/