গাজীপুর: জেলার বিভিন্ন স্থানে বিএনপির অনেক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করছেন। বিএনপির দলীয় হতাশা থেকে এ যোগদানের মাত্রা দিন দিন বাড়ছে বলে একটি সূত্র জানায়।
সূত্র আরও জানায়, সম্প্রতি গাজীপুর জেলার বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গ সংগঠনের অনেক কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। রমজান শুরু হওয়ার পর থেকে প্রতিদিনই আওয়ামী লীগের কোনো না কোনো ইফতার পার্টিতে এ যোগদান কার্যক্রম চলছে। বিএনপি এবং অরাজনৈতিক ব্যক্তিরাও আওয়ামী লীগে যোগ দিচ্ছেন।
ইতোমধ্যে কাপাসিয়া, কালিগঞ্জ, শ্রীপুর কালিয়াকৈর ও গাজীপুর শহরের বিলাশপুরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিএনপির কর্মী-সমর্থকেরা আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
সর্বশেষ রোববার (২১ জুন) সকালের এক অনুষ্ঠানে এবং বিকেলের ইফতার পার্টিতে গাজীপুরের টঙ্গী সাতাইশ এলাকায় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ বিএনপির অঙ্গ সংগঠনের দু’শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
স্থানীয় বিএনপি নেতা মো. নবীন হোসেন, মো. লিটন মিয়া, মো. জামাল খান, মো. আমজাদ মিয়া, মো. আক্কাস আলী সরদার, মো. জাহাঙ্গীর খান, মো. রফিক ভাণ্ডারী, মো. শাহাদাৎ হোসেন, মো. নাছির, মো. মফিজুল ইসলাম খান, মো. আব্দুল হাই শেখ, নুর মোহাম্মদ খান, মো. বাছির উদ্দিন মোল্লা, আলহাজ মকুল শিকদার, মো. আমীর আলী, মোকলেসুর রহমান, ইয়াছিন মোল্লা, মো. ফারুক হোসেনের নেতৃত্বে গাজীপুর-২ আসনের এমপি মো. জাহিদ আহসান রাসেলের হাতে ফুলের তোড়া দিয়ে তারা আওয়ামী লীগে যোগ দেন।
এ সময় সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আলহাজ মো. আসাদুর রহমান কিরণ প্রমুখ।
এ প্রসঙ্গে গাজীপুর জেলা বিএনিপর সহ সভাপতি আহাম্মদ আলী রুশদী বাংলানিউজকে জানান, হতাশা নয়, কিছু কিছু নেতা দলের সঙ্গে যোগাযোগ করছেন না। তাই তারা এ ধরনের সিন্ধান্ত নিয়েছেন।
তিনি অভিযোগ করে বলেন, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন দল থেকে বিচ্ছিন্ন। তাই বলে বিএনপি ভেঙে যায়নি।
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, জুন ২২, ২০১৫
টিআই/