ঢাকা: দেশের দুর্নীতি নির্মূলে দুর্নীতি দমন কমিশন (দুদক) ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপির মূখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।
সোমবার (২২ জুন) বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে রিপন বলেন, দুর্নীতি নির্মূলে শাসকদলীয় দৃষ্টিভঙ্গির বাইরে নির্মোহভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে দুদক। সরকার দলীয় নেতাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে দুর্নীতির মামলা ‘লোক দেখানো’ করা হলেও তার কোনো অগ্রগতি থাকেনা এবং প্রায়ই তাদেরকে খালাস দিয়ে ‘ক্লিন’ সার্টিফিকেট দেয় রাষ্ট্রীয় এক প্রতিষ্ঠানটি।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিরোধী নেতৃবৃন্দের বিরুদ্ধে হয়রানীর উদ্দেশে মিথ্যা মামলা রুজু করেছে দুদক।
এরই ধারাবাহিকতায় সাবেক সংসদ সদস্য ও বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বিরুদ্ধে একটি মামলায় চার্জশিট দেওয়ায় আমরা উদ্বিগ্ন।
রিপন বলেন, আমরা আশা করবো, দুর্নীতি দমন কমিশন পক্ষপাতহীনভাবে দুর্নীতির বিরুদ্ধে তাদের কার্যক্রম পরিচালনা করবেন। সরকার দলের নেতাদের জন্য দুদকের ক্লিন সার্টিফিকেট আর বিরোধীদের জন্য চার্জশিট এটা কোনভাবেই কাম্য নয়।
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, জুন ২২, ২০১৫
বিএস/
** পচা গম কেনায় খাদ্যমন্ত্রীর বরখাস্ত চায় বিএনপি