ঢাকা: আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে নয়টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।
প্রথমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানান। পরে দলীয় সভানেত্রী হিসেবে দলের শীর্ষ নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা জানানোর পর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন শেখ হাসিনা। এরপর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলুন ওড়ান ও কবুতর অবমুক্ত করেন।
এ সময় আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সৈয়দ আশরাফুল ইসলাম, মতিয়া চৌধুরী, মাহবুবুল আলম হানিফসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এরপর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে প্রবেশ করেন এবং বেশ কিছু সময় সেখানে অবস্থান করেন।
প্রধানমন্ত্রী জাদুঘর এলাকা ছেড়ে গেলে শ্রদ্ধা জানাতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
এরপর যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ৬৬ বছরের ঐতিহ্য নিয়ে আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া আমাদের লক্ষ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সে লক্ষ্য পূরণে এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাবো।
বিভিন্ন সময়ে আওয়ামী লীগের ত্যাগ স্বীকারকারী নেতাদের কথাও স্মরণ করেন সৈয়দ আশরাফ।
বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
এমইউএম/আরইউ/এএসআর
** ৬৬ বছরে আওয়ামী লীগ