ঢাকা: ‘আমি তোমাদের পাশে আছি- বোঝাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জামায়াতের ইফতার পার্টিতে যোগ দিয়েছেন’- এ মন্তব্য আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদের।
শুক্রবার (২৬ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু থেকে জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক এ সভার আয়োজন করে।
খালেদা জিয়ার সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, জামায়াতের নেতাদের বিচার হচ্ছে বলে খালেদা জিয়ার গাত্রদাহ। কাল (বৃহস্পতিবার) তাই তিনি থাকতে পারেননি। জামায়াতের ইফতারে এমন ট্রাফিক জ্যামের মধ্যেও উপস্থিত হয়েছেন। আজানের পরে পৌঁছেছেন। জামায়াত নেতাদের পাশে বসেছেন। আমি তোমাদের পাশে আছি- এটা জানানোর জন্যই খালেদা কাল জামায়াতের ইফতারে হাজির হয়েছেন।
তিনি বলেন, সবাই খালেদা জিয়াকে বলেছেন, আপনি জামায়াতের সঙ্গ ছাড়ুন। বিএনপি নেতারাও বলেছেন, জামায়াত না ছাড়লে আমরা আপনাকে ছাড়বো। কিন্তু কাল যেভাবে জামায়াত নেতাদের পাশে বসলেন তাতে মনে হয়েছে, তিনি বিএনপি ছাড়তে পারেন, কিন্তু জামায়াত ছাড়তে পারেন না।
খালেদা জিয়ার উদ্দেশ্যে হাছান মাহমুদ আরও বলেন, রমজানে যেন তিনি মিথ্যা বলা বন্ধ রাখেন। ক’দিন আগে তিনি (খালেদা) বলেছেন, পেট্রোল বোমায় নিহতদের সবাইকে নাকি পুলিশ মেরেছে। মিথ্যায় পুরস্কার দেওয়ার ব্যবস্থা থাকলে খালেদা জিয়া পুরস্কার পেতেন।
খালেদা বলেছেন, বাংলাদেশ নাকি পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। বোমাবাহিনীকে পুলিশ গ্রেফতার করে শাস্তি দিক, সেটি খালেদা চান না বলেই বাংলাদেশকে পুলিশি রাষ্ট্র বলছেন, যোগ করেন হাছান মাহমুদ।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেতা শেখ হাসিনার প্রশংসা করে তিনি বলেন, শত প্রতিকূলতায় শেখ হাসিনা জাতির সঙ্গে ছিলেন। তিনি বঙ্গবন্ধুর কন্যা। দেশ ও মানুষকে নিয়ে তিনি স্বপ্ন দেখেন, দেশের জন্য কাজ করেন।
চলতি অর্থবছরের বাজেটকে কেউ কেউ ‘উচ্চাভিলাসি’ বলছেন। উচ্চাভিলাস না থাকলে উন্নয়ন হয় না বলেও এসময় মন্তব্য করেন তিনি।
আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অভিনেতা এটিএম শামসুজ্জামানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, স্বাধীণতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
এসকেএস/এটি
** জামায়াতের সঙ্গে ইফতার করলেন খালেদা