ঢাকা: জমায়াতসহ যুদ্ধাপরাধ সংশ্লিষ্ট সব সংগঠন নিষিদ্ধ, যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর ও মুক্তিযুদ্ধের মৌলিক চেতনা বাস্তবায়নের দাবিতে সমাবেশ করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
শুক্রবার (২৬ জুন) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শহীদ জননী জাহানারা ইমামের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, শহীদ জননী জাহানারা ইমাম যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণআদালত গঠন করেছিলেন। গণমানুষের সেই দাবি, যুদ্ধাপরাধীদের রায় দ্রুত কার্যকর করতে হবে। জামায়াতসহ যুদ্ধাপরাধ সংশ্লিষ্ট সব সংগঠনকে নিষিদ্ধ করে মুক্তিযুদ্ধের মৌলিক চেতনা বাস্তবায়ন করতে হবে।
সমাবেশে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি রওশন আরা রুশোর সভাপতিত্বে বক্তব্য রাখেন,সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের দপ্তর সস্পাদক নাসির উদ্দিন, প্রচার সম্পাদক মৈত্রী বর্মন প্রমুখ।
এর আগে সকাল ৮টায় সংগঠন দু’টির পক্ষ থেকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শহীদ জননী জাহানারা ইমামের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
এসকেএস/আইএ/আইএএ/এএ