ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরায় খেতমজুর ইউনিয়নের জেলা সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জুন ২০, ২০১৫
সাতক্ষীরায় খেতমজুর ইউনিয়নের জেলা সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: পল্লী রেশনিং ব্যবস্থা চালু, ভূমিহীন খেতমজুরদের মাঝে খাস জমি বণ্টন ও খেতমজুরদের নিবন্ধনসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় খেতমজুর ইউনিয়নের ৩য় জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।


 
বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অজিত কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের সভাপতি ও প্রখ্যাত কমিউনিস্ট নেতা কমরেড বিমল বিশ্বাস।

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ও সাতক্ষীরা জেলা সভাপতি মুস্তফা লুৎফুল্লাহ এমপি।

বক্তব্য রাখেন- অধ্যাপক মহিবুল্লাহ মোড়ল, অধ্যাপক সাবীর হোসেন, অধ্যক্ষ ময়নুল হাসান, মফিজুল হক জাহাঙ্গীর, নির্মল কুমার সরকার, বিশ্বনাথ কয়াল ও স্বপন কুমার শীল প্রমুখ।

সম্মেলনের শেষ পর্বে অজিত কুমার রাজবংশীকে সভাপতি ও নির্মল কুমার সরকারকে সাধারণ সম্পাদক করে সংগঠনের ২৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জুন ২০, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।