ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা মঙ্গলবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জুন ২০, ২০১৫
আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা মঙ্গলবার

ঢাকা: আগামী মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ আওয়ামী লীগের ৬৭ তম প্রতিষ্ঠাবাষির্কী। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ ধরে দেশের অন্যতম প্রাচীন এই রাজনৈতিক দলটি ৬৬ বছর পূর্ণ করে ৬৭ বছরে পা রাখছে।



দিবসটি উপলক্ষে এই দিন দেশব্যাপী কর্মসূচি নিয়েছে ক্ষমতাসীন এ দলটি। কেন্দ্রীয়ভাবে ঢাকায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

পূর্ব বাংলার জনগণের অধিকার আদায়ের লক্ষে ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে।

মঙ্গলবার দুপুর ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ আলোচনা সভায় সভাপতিত্ব করবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবাষির্কীর এ দিনটির শুরুতে কেন্দ্রীয় কার্যালয় ও সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে।

এর পর সোয়া ৭টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন ওড়ানো হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম শনিবার এক বিবৃতিতে কেন্দ্রীয় কর্মসূচিসহ সারা দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার জন্য আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সকল জেলা, উপজেলাসহ সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জুন ২০, ২০১৫
এসকে/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।