ঢাকা: ভারতের সঙ্গে হওয়া চুক্তিগুলো সম্পর্কে বিস্তারিত সংসদে উত্থাপনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
শনিবার (২০ জুন) বিকেলে জাতীয় প্রেসক্লাব লাউঞ্জে এক মতবিনিময় সভা ও ইফতার পার্টিতে তিনি এ দাবি জানান।
স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ‘ভারতের সঙ্গে নতুন চুক্তি: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
খন্দকার মাহবুব বলেন, কোনো দেশের সঙ্গে আন্তর্জাতিক চুক্তি করার পর তা সংসদে উত্থাপনের নিয়ম রয়েছে। কিন্তু ভারতের সঙ্গে চুক্তি করার পর তা জনসম্মুখে কিংবা সংসদে উপস্থাপন করা হয়নি। এমনকি কোনো বিবৃতিতেও তা জনগণকে জানায়নি সরকার।
তাই অবিলম্বে জনগণকে এসব চুক্তি বিষয়ে জানাতে তা সংসদে উত্থাপনের দাবি জানিয়েছেন তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে ন্যাপের সভাপতি জেবেল রহমান গণি, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর (অব.) সৈয়দ মো. ইব্রাহিম প্রমুখ বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, জুন ২০, ২০১৫
এমএ