ঢাকা: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য আব্দুর রাজ্জাককে অপহরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (২০ জুন) সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন, টেকনাফের নাফ নদী থেকে বিজিবির নায়েক আব্দুর রাজ্জাককে মায়ানমার সীমান্ত রক্ষীবাহিনী অপহরণ করে নিয়ে যাওয়ার তিন দিন অতিবাহিত হলেও তাকে এখনও ছেড়ে দেওয়া হয়নি। উল্টো তাকে হাতকড়া পরিয়ে আটকে রাখা হয়েছে।
বিজিবি সদস্যের প্রতি এমন আচরণ চরম ধৃষ্টতার, আন্তর্জাতিক আইনের পরিপন্থি কাজ। এর মাধ্যমে শুধু বিজিবিকেই নয় বাংলাদেশের ১৬ কোটি মানুষকে অপমান করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আব্দুর রাজ্জাককে দ্রুত উদ্ধারে সরকার কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি বলে অভিযোগ করেন ডা. শফিকুর। এছাড়া সরকারের নিন্দা জানানোর পাশাপাশি অবিলম্বে তাকে দেশে ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জুন ২০, ২০১৫
এলকে/আইএ