ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিঃশর্ত মুক্তি চেয়েছেন জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান কাজী জাফর আহমদ।
শনিবার (২০ জুন) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান এ দাবি জানান।
তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রেইন টিউমারসহ বিভিন্ন রোগে ভূগছেন। তিনি কখনও তার প্রতিপক্ষের বিরুদ্ধে রাজনৈতিক ভাষা ছাড়া অন্য কোন ভাষায় কথা বলেন না।
‘তাই তার এ দুঃসময়ে দল এবং দেশবাসীর পক্ষ থেকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করছি,’ বলেন কাজী জাফর।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, জুন ২০, ২০১৫
পিআর/এমএ