ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে দশ মামলার আসামি শিবির নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, জুন ২১, ২০১৫
সিলেটে দশ মামলার আসামি শিবির নেতা গ্রেফতার

সিলেট: দশ মামলার আসামি সিলেটের টুকেরবাজার ইউনিয়ন শিবিরের সভাপতি বেলাল আহমেদকে গ্রেফতার করা হয়েছে। তিনি নগরীর উপকণ্ঠ কুমারগাঁও আবাসিক এলাকার সুন্দর আলীর ছেলে।

 

শনিবার (২১জুন) রাত ১০টার দিকে নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে মহানগরীর জালালাবাদ থানা পুলিশ।

মহানগরীর জালালাবাদ থানার উপ পরিদর্শক (এসআই) জাকির হোসেন বাংলানিউজকে বলেন, বিগত দিনে বিএনপির নেতৃত্বাধীন অবরোধ চলাকালে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বেলালের বিরুদ্ধে এই থানায় ১০টি মামলা রয়েছে।

এরমধ্যে ৮টি মামলা আদালতে বিচারাধীন এবং দুটি তদন্তাধীন রয়েছে। এছাড়া অন্য থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০০০৬ ঘণ্টা, জুন ২১, ২০১৫
এনইউ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।