ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

রাজনীতিবিদদের সঙ্গে খালেদার ইফতার আজ

সিনিয়র স্পেশাল করেজপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, জুন ২১, ২০১৫
রাজনীতিবিদদের সঙ্গে খালেদার ইফতার আজ ছবি : ফাইল ফটো

ঢাকা: রাজনীতিবিদদের সঙ্গে রোববার(২১ জুন’২০১৫) ইফতার করবেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।



আজকের এ ইফতার আয়োজনে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এরইমধ্যে দাওয়াত পৌঁছানো হয়েছে। এছাড়া ২০ দলীয় জোটের শীর্ষ স্থানীয় নেতা ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

এছাড়া সোমবার (২২ জুন’২০১৫) একই ভেন্যুতে  বিশিষ্ট নাগরিকদের ও পেশাজীবীদের সম্মানে এবং ২৪ জুন(বুধবার) রাষ্ট্রদূতদের সম্মানে হোটেল ওয়েস্টিনে ইফতার মাহফিলের আয়োজন করেছেন তিনি।

এর আগে প্রতিবারের মতো এবারও রমজানের প্রথম দিনে এতিম শিশু ও ওলামা-মাশায়েখদের সঙ্গে ইফতার করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

গত শুক্রবার রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের লেডিস ক্লাবে তিনি এই ইফতার অনুষ্ঠানে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, জুন ২১, ২০১৫
এমএম/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।