ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

মির্জা ফখরুলের মুক্তি পেতে বাধা নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, জুন ২১, ২০১৫
মির্জা ফখরুলের মুক্তি পেতে বাধা নেই ফাইল ফটো

ঢাকা: পল্টন থানায় পুলিশের দায়ের করা নাশকতার তিন মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আর সর্বশেষ এ তিন মামলায় জামিন পাওয়ায় মুক্তি পেতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।



রোববার (২১ জুন’২০১৫) বিচারপতি মো. রেজাউল হক  ও বিচারপতি মো.খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন। জামিনের পাশাপাশি আদালত স্থায়ী জামিনে রুলও জারি করেন।  

আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার রফিক-উল হক।   রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।

এর আগে গত বৃহস্পতিবার(১৮ জুন’২০১৫) নাশকতার আরেক তিন মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তিনি।

এ তিন মামলায় জামিনের বিষয়ে জারি করা রুলের শুনানি শেষে ওই দিন বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আব্দুর রবের হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন।

৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব থেকে গ্রেফতারের পর কারাগারেই রয়েছেন বিএনপির এই নেতা। এরপর অসুস্থ হয়ে পড়লে তার স্ত্রী রাহাত আরা বেগমের এক রিট আবেদন আমলে নিয়ে তাকে হাসপাতালে ভর্তির নির্দেশ দেন হাইকোর্ট।

পরে  গত ১৩ জুন ফখরুলকে কাশিমপুর কারাগার থেকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুন ২১, ২০১৫/আপডেটেড- ১৬৩৫ ঘণ্টা।
ইএস/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।