জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
রোববার (২১ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে অমর একুশের পাদদেশে এসে শেষ হয়।
সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সর্বদা সমুন্নত রাখতে আমরা রাজপথে নাজমুল ভাইয়ের পাশে আছি, ছিলাম ও থাকব।
আনসারুল্লাহ বাংলা টিম-১৩’র হুমকিদাতাদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয় সমাবেশ থেকে।
মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন কুন্ডু, সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন, মোর্শেদুর রহমান, মোসাদ্দেক আলী, দফতর সম্পাদক শহিদুল ইসলাম, সমাজসেবা বিষয়ক সম্পাদক মিনহাজুল আবেদীন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুন ২১, ২০১৫
এটি/