ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে স্থানীয় যুবলীগের ৬ নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।
রোববার (২১ জুন) দুপুরে ধামরাইর ভাড়ারিয়া ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত যুবলীগ নেতাকর্মীরা বাংলানিউজকে জানান, তেঁতুলিয়া এলাকায় একটি দোকানের সামনে দাঁড়িয়ে গল্প করছিলেন স্থানীয় ভাড়ারিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোফাজ্জল হোসেন। এসময় কিছু বুঝে ওঠার আগে স্থানীয় সন্ত্রাসী আব্দুল হালিম ও হাসান তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে আহত করে।
তার চিৎকারে যুবলীগ কর্মী শামীম,সোহেল,আশাদুল ঘটনা স্থলে গেলে তাদেরকেও সন্ত্রাসীরা কুপিয়ে আহত করে। পরে সন্ত্রাসীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বাংলানিউজকে বলেন, পুর্ব শক্রতার জের ধরে এঘটনা ঘটতে পারে। এঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জুন ২১, ২০১৫
বিএস