ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

গীবত থেকে বিরত থাকতে চরমোনাই পীরের আহবান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, জুন ২১, ২০১৫
গীবত থেকে বিরত থাকতে চরমোনাই পীরের আহবান মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম

ঢাকা: রমজান মাসে গীবত ছেড়ে আল্লাহর ইবাদতে আত্মনিয়োগের আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।
 
রোববার (২১ জুন) সকালে বরিশালের চরমোনাই মাদ্রাসা ময়দানে ১৫ দিনব্যাপি বিশেষ তালিম তারবিয়াতের ৩য় দিনের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।


 
বিকেলে সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমদ আব্দুল কাইয়‍ুম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানানো হয়।
 
প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর বলেন,  রমজান মাস আত্মশুদ্ধির মাস। তাই এ মাসে গীবত ছেড়ে দিয়ে সবার আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করা উচিৎ।
 
রমজান মাসকে কুরআন নাযিলের মাস উল্লেখ করে এ মাসে কুরআনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে কাজ করার জন্য আহবান জানান তিনি।   
 
ওলামাদের বিরুদ্ধে গভীর চক্রান্ত এখনো অব্যাহত আছে বলেও বক্তৃতায় তিনি অভিযোগ করেন।
 
আলোচনায় বরিশালের চরমোনাই মাদ্রাসার বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জুন ২১, ২০১৫
এলকে/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।