ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে চাঞ্চল্যকর আবুল মনসুর ভূইঁয়া হত্যা মামলায় গ্রেফতারকৃত উপজেলা আওয়ামী লীগের ৪ নেতাকর্মীর মুক্তির দাবিতে মানবন্ধন করেছে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (২১ জুন) দুপুরে উপজেলা সদরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদ জুয়েল, উপজেলা যুবলীগের আহ্বায়ক শহীদ উদ্দিন ভূইঁয়া শহিদ, শ্রমিক লীগের আহ্বায়ক মোস্তফা সরকার ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদকে অবিলম্বে মুক্তির দাবি জানান।
মানববন্ধনের পর স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহানুর আলমের মাধ্যমে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী ও ময়মনসিংহ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল্লাহ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা জুন ২১, ২০১৫
বিএস