ঢাকা: রাজনীতিবিদদের সঙ্গে ইফতার করলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
রোববার (২১ জুন) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর ‘নবরাত্রি’ হলে রাজনীতিবিদদের সম্মানে এ ইফতার মাহফিল আয়োজন করেন বিএনপি প্রধান।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ দেশের প্রায় সব রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের দাওয়াত দেওয়া হলেও খালেদা জিয়ার ইফতার মাহফিলে ২০ দলীয় জোটের বাইরে থেকে কেবল বাংলাদেশ বিকল্প ধারার চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব এবং কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী অংশ নেন। আওয়ামী লীগ ও বাম রাজনৈতিক দলের কোনো প্রতিনিধি এ ইফতার মাহফিলে শরিক হননি।
মাগরিবের আযানের ১৫ মিনিট আগে ইফতার ভেন্যুতে উপস্থিত হয়ে রাজনীতিবিদদের সঙ্গে কুশল বিনিময় করেন খালেদা জিয়া। এরপর নিজের জন্য সংরক্ষিত আসন গ্রহণ করেন তিনি।
মঞ্চে তার সঙ্গে ইফতারে শরিক হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, এমকে আনোয়ার, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, বেগম সারোয়ারী রহমান প্রমুখ।
জোট নেতাদের মধ্যে মঞ্চে ছিলেন জামায়াতের মাওলানা আব্দুল হালিম, আবদুল মতিন সাঈদ, খেলাফত মজলিশের মাওলানা মুহম্মদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের আব্দুল লতিফ নেজামী, জাতীয় পার্টির কাজী জাফর আহমদ, এলডিপির কর্নেল (অব.) ড. অলি আহমেদ (বীর বিক্রম), কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহীম (বীর প্রতীক), বাংলাদেশ ন্যাপের জেবেল রহমান গাণি, এনডিপির খন্দকার গোলাম মোর্ত্তজা, জাগপার শফিউল আলম প্রধান, এনপিপির ডা. ফরিদুজ্জামান ফরহাদ, ডিএল’র সাঈফুদ্দিন মনি, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, ইসলামিক পার্টির ব্যারিস্টার সাঈদুল হাসান ইকবাল, লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও ন্যাপ ভাসানীর অ্যাডভোকেট আজহারুল ইসলাম।
এছাড়া, বিএনপি নেতাদের মধ্যে ইফতার মাহফিলে শরিক হন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ইনাম আহমেদ চৌধুরী, এম এ মান্নান, মীর নাসির উদ্দীন আহমেদ, অ্যাডভোকেট আহমেদ আজম খান, ব্যারিস্টার শাজাহান ওমর, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সহ-শিল্প বিষয়ক সম্পাদক শাহজাদা মিয়া প্রমুখ।
জোট নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (জাফর) মোস্তফা জামাল হায়দার, ইসলামী ঐক্যজোটের শেখ লোকমান হোসেন, এলডিপির শাহদাৎ হোসেন সেলিম, বাংলাদেশ ন্যাপের গোলাম মোস্তফা ভুইয়া, কল্যাণ পার্টির এম এম আমিনুর রহমান, জাগপার খন্দকার লুৎফর রহমান, এনডিপির মঞ্জুর হোসেন ঈসা ও লেবার পার্টির হামদুল্লাহ আল মেহেদী।
সোমবার (২২ জুন) একই ভেন্যুতে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সম্মানে এবং ২৪ জুন (বুধবার) কূটনীতিকদের সম্মানে হোটেল ওয়েস্টিনে ইফতার আয়োজন করবেন খালেদা জিয়া।
এর আগে, প্রতিবারের মতো এবারও রমজানের প্রথম দিন (১৯ জুন) এতিম শিশু ও ওলামা-মাশায়েখদের সঙ্গে ইফতার করেন বিএনপির চেয়ারপারসন।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জুন ২১, ২০১৫/আপডেট ২০১৭ ঘণ্টা
এজেড/এইচএ