ঢাকা: বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং বিভিন্ন দলের রাজনীতিবিদদের সঙ্গে ইফতার করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
রোববার (২১ জুন) সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ ইফতার আয়োজন করেন তিনি।
এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলির সদস্য তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী, জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের, সৈয়দ আবু হোসেন বাবলা, কাজী ফিরোজ রশিদ, রুহুল আমি হাওলাদারসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, জার্মান, ইরান, সৌদি আরবসহ ১৫টি দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, জুন ২১, ২০১৫
এসই/এটি।