ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ ২৫ জন বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকিদাতাদের গ্রেফতারের দাবি জানিয়েছে জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ।
সোমবার (২২ জুন) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের নেতা-কর্মীরা এ দাবি জানান।
বক্তারা বলেন, আনসারুল্লাহ বাংলা টিম কোথায় এত সাহস পায়, কারা এদের মদদদাতা এসব রহস্য বেরিয়ে আসবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার করলে। তিনি ০৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করতে চেয়েছিলেন। সেখানে ব্যর্থ হয়ে এখন আনসারুল্লাহকে দিয়ে এসব কর্মকাণ্ড করাচ্ছেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জাসদ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি মুহাম্মদ সামছুল ইসলাম সুমন।
বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, জুন ২২, ২০১৫
এনএইচএফ/এসএন/এসএস