ঢাকা: নোয়াখালীর সেনবাগ উপজেলা যুবদল নেতা মিজান হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
সোমবার (২২ জুন) বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের পক্ষ থেকে এ নিন্দা জানান বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।
রোববার (২১ জুন) বিকেলে একদল দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালিয়ে মিজানকে নৃশংসভাবে হত্যা করে।
বিবৃতিতে রিপন বলেন, দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে নোয়াখালী যুবদল নেতা মিজান দুর্বৃত্তদের হাতে নিহত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান রিপন।
বিএনপির এ মুখপাত্র অবিলম্বে মিজান হত্যাকারী সন্ত্রাসীদের খুঁজে বের করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জুন ২২, ২০১৫
বিএস