ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

নোয়াখালী যুবদল নেতা হত্যায় বিএনপির নিন্দা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জুন ২২, ২০১৫
নোয়াখালী যুবদল নেতা হত্যায় বিএনপির নিন্দা

ঢাকা: নোয়‍াখালীর সেনবাগ উপজেলা যুবদল নেতা মিজান হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

সোমবার (২২ জুন) বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের পক্ষ থেকে এ নিন্দা জানান বিএনপির ম‍ুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।



রোববার (২১ জুন) বিকেলে একদল দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালিয়ে মিজানকে নৃশংসভাবে হত্যা করে।

বিবৃতিতে রিপন বলেন, দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে নোয়াখালী যুবদল নেতা মিজান দুর্বৃত্তদের হাতে নিহত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান রিপন।

বিএনপির এ মুখপাত্র অবিলম্বে মিজান হত্যাকারী সন্ত্রাসীদের খুঁজে বের করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
 
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জুন ২২, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।