ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

চাঁদপুরে যুবদলের ১২ নেতাকর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জুন ২২, ২০১৫
চাঁদপুরে যুবদলের ১২ নেতাকর্মী কারাগারে

চাঁদপুর: গাড়ি পোড়ানোর মামলায় চাঁদপুর জেলা যুবদলের সভাপতিসহ ১২ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুর ২টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাশরুন ছালেকীন তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



এরআগে জেলা যুবদলের সভাপতি মিশনসহ ১২ নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।

এরা হলেন, জেলা যুবদলের সভাপতি শাহজালাল মিশন, যুবদল কর্মী জিল্লু, মোক্তার, সোহাগ মুন্সী, খোকন, ডাবল জাহাঙ্গীর, কসাই রফিক, জামাল মোল্লা, রাজন, আ. রহিম, আইনুল ও আ. কাদের তালুকদার।

আসামি পক্ষের আইনজীবী কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে সদর উপজেলার চান্দ্রা এলাকায় চলতি বছরের ১৮ মার্চ রাতে মালবাহী ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে জেলা যুবদলের নেতকমীদের আসামি করে মামলা করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জুন ২২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।