ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

শ্রীমঙ্গলে আ’লীগ নেতার মৃত্যুতে শোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জুন ২২, ২০১৫
শ্রীমঙ্গলে আ’লীগ নেতার মৃত্যুতে শোক মো. সাদাত হোসেন

শ্রীমঙ্গল: শ্রীমঙ্গল পৌর আওয়ামী লীগের সভাপতি মো. সাদাত হোসেনের মৃত্যুতে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
 
রোববার (২১ জুন) দিনগত রাত সাড়ে ১১টায় গোপালগঞ্জে নিজ বাড়িতে ইন্তেকাল (ইন্নালিল্লাহি...রাজিউন) করেন তিনি।


 
তার মৃত্যুতে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ, উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন ‍অঙ্গসংগঠন গভীর শোক প্রকাশ করেছে।
 
শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহদফতর সম্পাদক মামুন আহমেদ বাংলানিউজকে জানান, সাদাত হোসেনের মরদেহ সোমবার (২২ জুন) সন্ধ্যায় গোপালগঞ্জ থেকে শ্রীমঙ্গল এসে পৌঁছাবে। বাদ তারাবি শ্রীমঙ্গল থানা জামে মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
 
বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ এম এ শহীদ এমপি সাদাত হোসেনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ২২ জুন, ২০১৫
বিবিবি/ জেডএস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।