ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলায় বাস পোড়ানোর মামলায় উপজেলা ছাত্রদলের সভাপতিসহ চার নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (২২ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম সোলেমান শুনানি শেষে এ আদেশ দেন।
এরআগে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান আসামিরা। তবে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।
কারাগারে পাঠানো চার নেতা হলেন, নলছিটি উপজেলা ছাত্রদলের সভাপতি পলাশ সজ্জন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান সবুজ, সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম ও স্বেচ্ছা সেবকদলের সাইদুল কবির রানা।
২০ দলের হরতাল-অবরোধ চলাকালে নলছিটির পূর্ব দপদপিয়া তুর্য্য ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় গত ২১ জানুয়ারি রাত ১২টার দিকে বাসে পেট্রোলবোমা হামলা হয়। এতে ৪ যাত্রী দগ্ধ হন।
পরে এ ঘটনায় নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) এবিএম কামরুজ্জামান বাদী হয়ে ৪৯ জনকে আসামি করে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফিরোজ আহম্মেদ ৫৯ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জুন ২২, ২০১৫
এএটি/এসআর