ঢাকা: সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর)।
সোমবার (২২ জুন) বরিশালের চরমোনাই মাদ্রাসা ময়দানে ১৫ দিনব্যাপী বিশেষ তালিম তারবিয়াতের চতুর্থ দিনের আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
সন্ধ্যায় সংবাদমাধ্যমে সংগঠনের প্রচার সম্পাদক আহমদ আব্দুল কাইয়ূম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন চরম দুর্বিষহ। সাধারণ মানুষ বহু কষ্টে দিনাতিপাত করছে বলেও তিনি মন্তব্য করেন।
বক্তব্যে তিনি দ্রব্যমূল্যের পাগলা ঘোড়ার লাগাম টেনে ধরতে সরকারের প্রতি আহ্বান জানান।
আলোচনায় চরমোনাই পীর ছাড়াও প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, আল্লামা আলী আনসারী, মাওলানা মুজিবুর রহমান কালিশ্বরী, মুফতি ইসহাক মু. আবুল খায়েরসহ চরমোনাইয়ের খলিফা এবং ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, জুন ২২, ২০১৫
এলকে/আইএ