ফেনী: জেলগেট থেকে ফেনী জেলা জামায়াতের আমির একেএম সামছুদ্দীনকে ফের গ্রেফতার করেছে পুলিশ।
সোমাবার বিকেল সাডে ৫টার দিকে ফেনী জেলগেট থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ বাংলানিউজকে জানান, উচ্চ আদালতে জামিন পেয়ে ফেনী জেলা কারাগার থেকে বের হওয়ার সময় ফেনী জেলা জামায়াতের আমির একেএম সামছুদ্দীনকে ফের গ্রেফতার করেছে পুলিশ।
জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশের সঙ্গে ছাত্রদলকর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় তাকে জেলগেট থেকে গ্রেফতার করা হয়।
ফেনী শহরের এসএসকে সড়কে ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলার মামলায় আদালতপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘ প্রায় ৬ মাসেরও বেশী সময় তিনি কারাবরণ করছেন।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জুন ২২, ২০১৫
পিসি/