ঢাকা: মায়ানমারে আটক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র নায়েক আব্দুর রাজ্জাককে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র নেতারা।
সোমবার (২২ জুন) বিকেলে রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা কার্যালয়ে সংগঠনটির কেন্দ্রীয় দায়িত্বশীলদের বৈঠকে নেতারা এ দাবি জানান।
বৈঠকে বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী, মহাসচিব মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী রেজাউল করীম, মাওলানা নাজমুল হাসান, প্রচার সম্পাদক ওয়ালী ওয়ালী উল্লাহ আরমান প্রমুখ।
মায়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড অব পুলিশ (বিজিপি) কর্তৃক বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ পূর্বক গুলিবর্ষণ এবং বিজিবির নায়েক আব্দুর রাজ্জাককে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেন সংগঠনের নেতারা। তারা বলেন, যে বাহিনীর সাহসিকতা ও বীরত্বের সামনে বৃহৎ প্রতিবেশী ভারতের বিএসএফও এক সময় ভয়ে কাঁপতো আজ নতজানু নীতির কারণে মায়ানমারের মতো দেশের বাহিনীও আমাদের ওপর চোখ রাঙ্গায়!
নেতারা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে অবিলম্বে নায়েক আব্দুর রাজ্জাককে দেশে ফিরিয়ে আনার দাবি জানান।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জুন ২২, ২০১৫
এসইউজে/আইএ