ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, জুন ২২, ২০১৫
কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, চার্জ দ্য অ্যাফেয়ার্সসহ কূটনীতিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
সোমাবার (২২ জুন) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।


 
ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদের লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
 
সোমবার রাতে সংগঠনের কেন্দ্রীয় প্রচার বিভাগের সহকারী এম. আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
 
লিখিত বক্তব্যে মকবুল আহমাদ বলেন, জামায়াতে ইসলামী দৃঢ়ভাবে গণতন্ত্রে বিশ্বাস করে এবং জামায়াতের দীর্ঘ গণতান্ত্রিক ইতিহাস আছে। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে বহুদলীয় জোট গঠন করা হয়েছে জামায়াত তার শরীক দল। এ জোট বাংলাদেশে গণতন্ত্র, শান্তি-সমৃদ্ধি এবং ন্যায়-বিচার প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
 
জামায়াত কখনো সন্ত্রাসবাদে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি আরও বলেন, সন্ত্রাসবাদ পাপের কাজ বলে জামায়াত এটাকে ঘৃণা করে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জামায়াতে ইসলামী সংগ্রামের গৌরবজনক ইতিহাস আছে।

কিছু অন্যায়কারী লোক ছাড়া কেউই জামায়াতের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আনতে পারে না বলেও তিনি দাবি করেন।
 
সরকার জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার অপচেষ্টা চালাচ্ছে অভিযোগ করে মকবুল আহমাদ বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আব্দুল কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামানকে অত্যন্ত বিতর্কিত বিচার প্রক্রিয়ায় হত্যা করা হয়েছে।
 
এ সময় কারাগারে থাকা জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামী, ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এবং জামায়াতের নেতাকর্মীদের পক্ষ থেকে ইফতার মাহফিলে অংশ নেওয়ার জন্য কূটনীতিকদের ধন্যবাদ জানানো হয়।

ইফতার পার্টিতে বাংলাদেশে নিযুক্ত ইরাক দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স বেইসান জে আব্দুল লতিফ, ওমান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ওমর মুহাম্মদ রামদান আল-বুসাইরী, পাকিস্তান হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার সামিনা মেহতাব, অস্ট্রেলিয়ান হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ড. লুসিনডা বেল, ফিলিস্তিন দূতাবাসের ডেপুটি হেড অব দ্য মিশন ইউসেফ এস ওয়াই রামাদান, ইউরোপিয়ান ইউনিয়নের ডেপুটি চিফ অব মিশন ফিরিডেরিক মাদুরাউড, আইআরআই’র রেসিডেন্ট কান্ট্রি ডিরেক্টর ডিসিধর স্টোজকভ, ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন বাহরাম সাঈদ জাদে, এনডিআই’র কান্ট্রি পরিচালক সাইফুল করিমসহ মার্কিন যুক্তরাষ্ট্র, ভ্যাটিক্যান সিটি, ব্রিটিশ, জাপান, তুরস্ক, সুইডেন, চীন, সৌদি আরব প্রভৃতি দেশের কূটনীতিকরা অংশ নেন।

এছাড়া জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম, ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, আব্দুর রব, অ্যাডভোকেট মশিউল আলম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সহকারী সেক্রেটারি মতিউর রহমান আকন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় : ২১৪৮ ঘণ্টা, জুন ২২,২০১৫
এলকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।