ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

ব্রাজিল থেকে গম আমদানির সুষ্ঠু তদন্ত দাবি জামায়াতের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
ব্রাজিল থেকে গম আমদানির সুষ্ঠু তদন্ত দাবি জামায়াতের

ঢাকা: ব্রাজিল থেকে পঁচা গম আমদানির ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে জামায়াত।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হামিদুর রহমান আযাদ এ দাবি করেন।



বিবৃতিতে তিনি বলেন, সরকারের কিছু অসৎ ও দুর্নীতিবাজ  লোক ব্রাজিল থেকে পঁচা গম  আমদানি করেছে। এ পঁচা গমকে খাদ্য অধিদফতর থেকে ভালো গম হিসেবে প্রমাণের অপচেষ্টা চালানো হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ঘটনার সঙ্গে জড়িতরা দেশ ও জনগণের শত্রু উল্লেখ করে তিনি বলেন, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে  কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, জুন ২৩,২০১৫
এলকে/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।