ঢাকা: পলাশীর মতো এখনো বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
মঙ্গলবার (২৩ জুন) সকালে নয়াপল্টনে যাদু মিয়া মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় পলাশীর শিক্ষা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ঐতিহাসিক পলাশী দিবসের ২৫৮তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর শাখা এ আলোচনা সভার আয়োজন করে।
ঢাকা মহানগর ন্যাপের আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজুর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কল্যাণ পার্টি ভারপ্রাপ্ত মহাসচিব এম এম আমিনুর রহমান, বিজেপির সিনিয়র যুগ্ম মহাসচিব আবদুল মতিন সাউদ, ন্যাপ যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, ঢাকা মহানগর ন্যাপের সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু, নির্বাহী সদস্য মো. বেল্লাল হোসেন, মো. আবুল কালাম সরদার, জিল্লুর রহমান পলাশ প্রমুখ।
এম গোলাম মোস্তফা ভুইয়া বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় বিজিবি সদস্য আবদুর রাজ্জাককে অপহরণ করে মায়ানমার সীমান্তরক্ষী বাহিনী যেভাবে রক্তাক্ত অবস্থায় হাতকড়া পরিয়ে শেকল দিয়ে বেঁধে রেখেছে তা কেবল অনৈতিকই নয়, প্রচলিত সব আন্তর্জাতিক আইনেরও পরিপন্থী। বাংলাদেশের মানুষের মর্যাদার ওপর আঘাত করেছে মায়ানমার। বাংলাদেশের সঙ্গে মায়ানমারের এই আচরণ পলাশীর পদধ্বনি মাত্র।
তিনি বলেন, আবদুর রাজ্জাকের মুক্তির ব্যাপারে বাংলাদেশ সরকার কূটনৈতিকভাবে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। এতে সরকারের দেউলিয়াপনা ফুটে উঠেছে।
গোলাম মোস্তফা ভুইয়া বলেন, প্রতিবেশী রাষ্ট্রের আগ্রাসন প্রতিরোধ করতে না পারলে বাংলাদেশের অস্তিত্ব রক্ষা কঠিন হয়ে পড়বে। এ অবস্থায় ঐতিহাসিক পলাশীর ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, পতাকা-মানচিত্র, স্বাধীন অস্তিত্ব রক্ষায় সব দেশপ্রেমিক শক্তির ঐক্যে গড়ে তুলতে হবে।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
এজেড/এএ