রংপুর: আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে রংপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে মিছিল সমাবেশ করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠন।
মঙ্গলবার (২৩ জুন) সকালে নগরীর বেতপট্টি মোড়ের আওয়ামী লীগের দলীয় কর্যালয়ে বিভিন্ন দলের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এর পর তারা দুপুরে নগরীতে মিছিল বের করেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাচারী বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
পরে এক সামাবেশে বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও রংপুর জেলা পরিষদের প্রশাসক মমতাজ উদ্দিন আহামেদ, সাধারণ সম্পাদক রেজাউল কিরিম রাজু, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান সাফি, সাধারণ সম্পাকদ তুষার কান্তি মন্ডল, সাগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মওলা, দফতর সম্পাদক তৈহিদুর রহমান টুটুল, জেলা যুবলীগের আহ্বায়ক রশিদুর নবী জুয়েল, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রনি প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
টিআই