ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

আলালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
আলালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার মোয়াজ্জেম হোসেন আলালে

ঢাকা: নাশকতার একটি মামলায় যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির কয়েক ঘন্টা পর তা প্রত্যাহার করে নিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৩ জুন) সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হক এ পরোয়ানা জারি করেন।

এরপর দুপুরে আলালের আইনজীবী আবার সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন এবং গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করে নেন।

২০১০ সালের জানুয়ারি মাসে দায়ের করা নাশকতার একটি মামলায় আলাল জামিনে ছিলেন। মঙ্গলবার সকালে তিনি আদালতে হাজির না হয়ে তার আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে আলালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এরপর দুপুরে আলাল তার আইনজীবীর মাধ্যমে আবারও সময় চেয়ে আদালতে আবেদন করেন। এ সময় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হক এ পরোয়ানা প্রত্যাহার করে নেন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
এমআই/আরএম

** যুবদল সভাপতি আলালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।