রাজশাহী: মহানগরে হরতাল চলাকালে শাহ মখদুম (রহ.) থানার আলিফ-লাম-মিম ভাটায় পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াত নেতা আবুল কাশেমকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) গভীর রাতে নওদাপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবুল কাশেম শাহ মখদুম থানা জামায়াতের সাংগঠনিক সম্পাদক। তিনি উপজেলার নতুনপাড়া এলাকার মৃত বেলাল উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মহানগরের শাহ মখদুম থানার উপ পরিদর্শক (এসআই) হারুন-আর-রশিদ বাংলানিউজকে জানান, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আবুল কাশেমকে গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, পুলিশের ওপর হামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। মঙ্গলবার দুপুরে ওই মামলার ঘটনায় তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
নথি না থাকায় আদালতে শুনানির দিন ধার্য হয়নি। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান হারুন-আর-রশিদ।
গত ৬ জানুয়ারি হরতাল ও অবরোধ চলাকালে পুলিশের ওপর হামলা হয়। সকাল সোয়া ১০টার দিকে আলিফ-লাম-মিম ভাটায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হন মহানগরের শাহ মখদুম থানা পুলিশের এক এসআইসহ চার পুলিশ সদস্য।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
এসএস/টিআই