ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

প্রধানমন্ত্রীর গোপালগঞ্জ সফর স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১০
প্রধানমন্ত্রীর গোপালগঞ্জ সফর স্থগিত

গোপালগঞ্জ: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া সফর স্থগিত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর তথ্য সচিব আবুল কালাম আজাদ দুপুর ১২টার দিকে বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে সফর স্থগিত করার কথা জানিয়ে বলেন, গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় তাঁর সফর সূচি পরে জানানো হবে।



এর আগে প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শেখর বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জনিয়েছিলেন, সকাল সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী ঢাকা থেকে রওয়ানা দিতে পারেন।

টুঙ্গিপাড়া পৌঁছে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর নির্ধারিত কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

দুপুর আড়াইটায় সদর উপজেলার হরিদাপুরে গোপালগঞ্জ ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্টের ভিত্তি প্রস্তর স্থাপন, বিকাল ৩টায় গোপালগঞ্জ শেখ কামাল স্টেডিয়ামে জেলার ন্যাশনাল সার্ভিস কার্যক্রম উদ্বোধনের কথা ছিল প্রধানমন্ত্রীর। পরে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায়ও বক্তৃতা  দেওয়ার কথা ছিল।

এছাড়া দুপুর ১২টায় টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারের পৌরসভা মার্কেটে বেসিক ব্যাংকের টুঙ্গিপাড়া শাখা উদ্বোধনের কথা ছিল সফর সূচিতে।

নির্বাচনের পর গোপালগঞ্জে এটাই ছিল শেখ হাসিনার প্রথম জনসভা।

 
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।