ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্রদলের সভাপতি পটুয়াখালীতে গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
ছাত্রদলের সভাপতি পটুয়াখালীতে গ্রেফতার রাজীব আহসান

ঢাকা: ছাত্রদলের সভাপতি রাজীব আহসানকে পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বরিশাল মহাসড়কের লেবুখালী ফেরিঘাট থেকে একটি মাইক্রোবাসসহ রাজীবকে গ্রেফতার করা হয়।

এসময় গাড়িতে তার সঙ্গে থাকা আরো চারজনকেও গ্রেফতার করা হয়।

আমাদের পটুয়াখালী প্রতিনিধি জানান, রাজীবকে জিজ্ঞাসাবাদের জন্য দুমকি থানা থেকে পটুয়াখালী ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

রাত ১২টার দিকে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য জানান।

ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার খানও রাজীবকে আটকের খবর জানিয়েছেন।

রাজীবের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। গত ৬ জানুয়ারি সারাদেশে বিএনপি জামায়াতের অবরোধ শুরুর পর আত্মগোপনে যান রাজীব। সর্বশেষ তাকে ঈদের দিন খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেখা যায়।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
জেডআর/এজেড/কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।