ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

গৌরীপুরে আ’লীগ কেন্দ্রীয় নেত‍াকে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
গৌরীপুরে আ’লীগ কেন্দ্রীয় নেত‍াকে কুপিয়ে জখম

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক মোর্শেদুজ্জামান সেলিমকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। হামলায় স্থানীয় সাবেক যুবলীগ নেতা নিজাম উদ্দিন বাবুলও আহত হন।



রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মধ্যবাজারের নিজাম উদ্দিন বাবুলের ধানমহালে এ ঘটনা ঘটে।

এ সময় সন্ত্রাসীরা বাবুলের ধানমহালের ক্যাশ বাক্সে থাকা ২ লাখ ৮২ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন নিজাম উদ্দিন।  

উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন বাবুল বাংলানিউজকে বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক মোর্শেদুজ্জামান সেলিম আমার ধানমহালে বসে স্থানীয় লোকজনের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করছিলেন। এ সময় ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

এ সময় সন্ত্রাসীরা মোর্শেদুজ্জামান সেলিমকে রামদা দিয়ে কুপিয়ে আহত করে। প্রথমে তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তারা রড ও লাঠিসোটা দিয়ে আমাকেও পেটায়।

নিজাম উদ্দিন বাবুল অভিযোগ করেন, তার বাড়িঘরে হামলা ও কোপানোর পাশাপাশি ধানমহালের ক্যাশ বাক্সে থাকা ২ লাখ ৮২ হাজার টাকা লুট করে নিয়ে যায় ওই ক্যাডাররা। এ সময় তারা বাইরে থাকা একটি মোটর সাইকেলেও অগ্নিসংযোগ করে।

এ খবর পেয়ে রাত ১০ টার দিকে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

তিনি জানান, স্থানীয় ক্ষমতাসীন দলের আভ্যন্তরীণ দলীয় কোন্দলের জের ধরে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাকে কোপানোর ঘটনা ঘটেছে। তাছাড়া ক্যাশ বাক্স লুটের ঘটনাও শুনেছি। তবে কেউ আমাদের কাছে লিখিত কোন অভিযোগ করেনি।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।