ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্রদল সভাপতিকে গ্রেফতারের নিন্দা এ্যানি-টুকুর

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
ছাত্রদল সভাপতিকে গ্রেফতারের নিন্দা এ্যানি-টুকুর শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সুলতান সালাউদ্দিন টুকু

ঢাকা: ছাত্রদল সভাপতি রাজীব আহসানকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

সোমবার (২০ জুলাই) ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারীর পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এ নিন্দা ও প্রতিবাদ জানান।



বিবৃতিতে বিএনপির এ দুই নেতা বলেন, ছাত্রদল সভাপতির গ্রেফতার সরকারের উস্কানি ছাড়া কিছুই নয়। এই সরকার আন্দোলন-সংগ্রাম তো দূরের কথা, বিরোধী দল ও মতের কাউকে বাধা ছাড়া ঘুরতে দিতেও নারাজ। তারা যেকোনো মূল্যে এক দলীয় শাসন কায়েম করতে চায়। আর এ জন্যই বিরোধী দলীয় ছাত্র নেতাদের একের পর এক গ্রেফতার করা হচ্ছে।

ছাত্রদলের এ দুই সাবেক সভাপতি বলেন, সরকার তাদের দলের ছাত্রসংগঠন ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে দেশজুড়ে ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস, চাঁদাবাজি, গুম আর হত্যাকাণ্ড থেকে দেশবাসীর দৃষ্টি ফেরাতেই ছাত্রদল সভাপতিকে ঘৃণ্য নাটক মঞ্চায়নের মাধ্যমে গ্রেফতার করেছে।

বিবৃতিতে এ্যানি ও টুকু অবিলম্বে ছাত্রদল সভাপতির মুক্তি দাবি করেন এবং তার নামে দায়েরকৃত সব মামলা প্রত্যাহারের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।