ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

মুক্তিযোদ্ধার ছেলে খুন

পটুয়াখালীতে বিএনপি নেতাসহ ১৬ জনের নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
পটুয়াখালীতে বিএনপি নেতাসহ ১৬ জনের নামে মামলা

পটুয়াখালী: পটুয়াখালীতে মুক্তিযোদ্ধার ছেলে হত্যার ঘটনায় জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌর বিএনপির সভাপতি মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, জেলা কৃষকদলের সভাপতি আবদুর রব হাওলাদারসহ ১৬ জনের নাম উলেøখ করে মামলা করা হয়েছে।

নিহত মাসুদ মাদবরের (৩০) বাবা মুক্তিযোদ্ধা মো. আইয়ুব আলী মাদবর বাদী হয়ে সোমবার (২০ জুলাই) বিকেলে সদর থানায় মামলাটি দায়ের করেন।



তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম তারিকুজ্জামান বাংলানিউজকে জানান, মামলায় ১৬ জনের নাম উলেøখসহ ১৯/২০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে আসামিদের রাজনৈতিক পরিচয় উল্লেখ করা হয়নি। তাই তারা বিএনপি বা এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী কিনা তা বোঝা যাচ্ছে না।

পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া গ্রামের মুক্তিযোদ্ধা আইয়ুব আলী বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষ খালেক মাদবরের ছেলে বাদল ও বাহাদুর গংদের সঙ্গে তার ছেলে মাসুদের দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে রোববার দুপুরে মাসুদ বোতলবুনিয়া বাজার  থেকে বাড়ি ফিরছিলেন। এসময় বাহাদুর-বাদল দলবল নিয়ে মাসুদকে কুপিয়ে জখম করেন। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মাসুদের মৃত্যু হয়।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার ফয়েজ আহমেদ বাংলানিউজকে জানান, নিহত মাসুদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এদিকে, মামলায় জেলা বিএনপির চার নেতাকে আসামি করার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক পিপি অ্যাডভোকেট মজিবর রহমান টোটন বলেন, এটি একটি পরিকল্পিত মামলা। গ্রামের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে জেলা বিএনপির সিনিয়র নেতাদের আসামি করা ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।