ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

নাচোলে ১২ ককটেল ও ১০ পেট্রোল বোমা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
নাচোলে ১২ ককটেল ও ১০ পেট্রোল বোমা উদ্ধার ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মিনি ডিপ-টিউবওয়েলের ঘর থেকে ১২টি ককটেল ও ১০টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে ককটেল ও বোমাগুলো উদ্ধার করা হয়।



নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঝিকড়া গ্রামের মিনি ডিপ টিউবওয়েলের ঘর থেকে ১২টি ককটেল ও ১০টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মিনি ডিপ টিউবওয়েলের মালিক ওই গ্রামের আব্দুল কুদ্দুসকে (৬৫) আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, ২১ জুলাই, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।