ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

মধ্যবাড্ডায় পুড়ে যাওয়া বস্তি পরিদর্শনে সাহারা খাতুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
মধ্যবাড্ডায় পুড়ে যাওয়া বস্তি পরিদর্শনে সাহারা খাতুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর মধ্যবাড্ডার লায়ন চক্ষু হাসপাতালের উল্টো পাশের বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের দেখতে যান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে তিনি অগ্নিকাণ্ড স্থলে যান।

সেখানে গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন। তাদের খোঁজ-খবর নেন।

সাহারা খাতুন বলেন, এ ধরনের দুর্ঘটনা খুবই কষ্টের। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসতে সর্ব-সাধারণকে অনুরোধ জানান।

এর আগে, সোমবার (২০ জুলাই) দুপুরে মধ্যবাড্ডার লায়ন চক্ষু হাসপাতালের উল্টো পাশের বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সেখানকার সব ঘর পুড়ে যায়। ঘরহারা হয় সাধারণ মানুষ। এ ঘটনার পর পরিদর্শনে এসে স্থানীয় সংসদ সদস্য রহমত উল্লাহ বলেন, আগুনে ক্ষতিগ্রস্তদের ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
এনএইচএফ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।