ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

গোপালগঞ্জে জেলা যুবদল সভাপতিসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
গোপালগঞ্জে জেলা যুবদল সভাপতিসহ আটক ৪ ছবি: প্রতীকী

গোপালগঞ্জ: গোপালগঞ্জে জেলা যুবদল সভাপতিসহ চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা সদরের মান্দারতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।



আটক ব্যক্তিরা হলেন-জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদল সভাপতি মিকাইল ইসলাম, জেলা যুবদল সদস্য সবুজ মোল্লা ও ছাত্রদল সদস্য সবুজ সিকদার।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্লা জানান, ওই চারজনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরের মান্দারতলা এলাকায় বৈঠক করে সরকার বিরোধী কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করেছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করে। এসময় বাকিরা পালিয়ে যান।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
এসআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।