ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

সিঙ্গাপুর, ডেনমার্কসহ ছাত্রলীগের ৭ কমিটি ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
সিঙ্গাপুর, ডেনমার্কসহ ছাত্রলীগের ৭ কমিটি ঘোষণা

ঢাকা: রংপুর, গাইবান্দা, পঞ্চগড়, কুমিল্লা মহানগর, কুমিল্লা জেল‍া দক্ষিণ এবং সিঙ্গাপুর, ডেনমার্ক ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

ছাত্রলীগ সভাপতি এ এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল ‍আলম এসব কমিটির অনুমোদন দেন।



আগামী ১ বছরের জন্য সিঙ্গাপুর, ডেনমার্ক, রংপুর মহানগর, পঞ্চগড়, ক‍ুমিল্লা জেলা দক্ষিণ কমিটি এবং তিন মাসের জন্য গাইবান্দা ও কুমিল্লা মহানগর কমিটি ঘোষণা করা হয়।

সিঙ্গাপুর ছাত্রলীগ কমিটিতে দায়িত্ব পালন করবেন সভাপতি বিল্লাল হাওলাদার, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান কনক, ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, আরিফ আহমেদ।

ডেনমার্ক শাখা ছাত্রলীগের কমিটিতে সভাপতি হিসেবে মোহাম্মদ ইফতেখার ও সাধ‍ারণ সম্পাদক হিসেবে হুমায়ুন কবির নিরু দায়িত্ব পালন করবেন।

রংপুর কমিটিতে দায়িত্ব পালন করবেন সভাপতি শফিউর রহমান স্বাধীন ও সাধারণ সম্পাদক শেখ আসিফ হোসেন।

পঞ্চগড় জেল‍া শাখা কমিটিতে সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সহ-সভাপতি মাসুদ রানা বাবু ও সাধারণ সম্পাদক মারুফ রায়হান।

কুমিল্লা জেলা দক্ষিন কমিটিতে দায়িত্ব পালন করবেন, সভাপতি আবু তৈয়ব, সহ মিজানুর রহমান, শাহাদাৎ হোসেন ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, হোসেন মনির।

গাইবান্দা জেলা শাখা ছাত্রলীগ কমিটির আহ্বায়ক আ. লতিফ, যুগ্ম-আহ্বায়ক রাশেদ মাহমুদ রনি, শাহরিয়‍ার আহমেদ শাকিল ও সদস্য মবিন হাসান।

কুমিল্লা মহানগর কমিটির আহ্বায়ক আব্দুল আজিজ, যুগ্ম-আহ্বায়ক নাইমুল হক, গোলাম সারওয়ার, সাইফুল আলম, ফয়সাল হোসেন, নুর মোহাম্মদ, সাকিব আল হাসান।

ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল এসব তথ্য জানান।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।