ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

রংপুরে পেট্রোলবোমায় ৬ যাত্রী হত্যা মামলার চার্জশিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
রংপুরে পেট্রোলবোমায় ৬ যাত্রী হত্যা মামলার চার্জশিট

রংপুর: রংপুরের মিঠাপুকুর উপজেলায় যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলায় ৬ যাত্রীকে জীবন্ত পুড়িয়ে নৃশংসভাবে হত্যা মামলার বিচার শুরু হতে যাচ্ছে।

বুধবার (২২ জুলাই) রংপুরের জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাছিত মামলাটি আগামী ২৯ জুলাই পুলিশের দাখিল করা চার্জশিট আমলে নেওয়ার দিন ধার্য করেন।



মামলার পিপি আব্দুল মালেক অ্যাডভোকেট জানান, চাঞ্চল্যকর এ মামলায় জামায়াত শিবিরের ১শ’ ৩২ নেতা-কর্মীর নামে সন্ত্রাসবিরোধী আইনে চার্জশিট দাখিল করা হলে মামলাটি বিচারের জন্য জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়।

মামলায় জামায়াত শিবিরের ৪৬ জন নেতা-কর্মী গ্রেফতার হয়ে কারাগারে আছেন। এখনও ৮৬ জন আসামি পলাতক রয়েছেন।

চলতি বছরের ১৩ জানুয়ারি বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচি চলাকালে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার বাতাসন এলাকায় কুড়িগ্রামের উলিপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাসে জামায়াত-শিবির কর্মীরা পেট্রোল বোমা নিক্ষেপ করে।

এতে ঘটনাস্থলেই শিশুসহ ৪ বাস যাত্রী জীবন্ত দগ্ধ হয়ে নিহত হয়। আগুনে দগ্ধ হয়ে আহত হন অন্তত ২৫ যাত্রী। দগ্ধদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ বাস যাত্রী মারা যান।

এ ঘটনায় মিঠাপুকুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।

বাংলাদেম সময়: ১৯৫০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।