ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

পঞ্চগড় জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
পঞ্চগড় জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা আকতারুজ্জামান আকতার ও মারুফ রায়হান

পঞ্চগড়: পঞ্চগড় জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।



এ বিজ্ঞপ্তিতে পঞ্চগড় জেলা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান আকতার, সহ-সভাপতি মাসুদ রানা বাবু ও সাধারণ সম্পাদক হিসেবে মারুফ রায়হানের নাম ঘোষণা করা হয়েছে।
 
দীর্ঘ পাঁচ বছর পর নিয়মিত ও তরুণ ছাত্র নেতাদের কমিটিতে রাখায় সন্তোষ প্রকাশ করে তৃণমূল ছাত্রলীগ নেতাকর্মীরা।   একই সঙ্গে তারা কেন্দ্রীয় নেতাদের ধন্যবাদ জানিয়েছেন।
  
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ-নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক এটিএম সায়েম লিয়ন পঞ্চগড় জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।