ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

পটুয়াখালীতে জাপা নেতাকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
পটুয়াখালীতে জাপা নেতাকে কুপিয়ে জখম ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পটুয়াখালী: পটুয়াখালী জেলা জাতীয় পার্টির (জাপা) সাংগঠনিক সম্পাদক জাকির মাহমুদ সেলিমকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের পুরাতন জেলখানা সড়কে এ ঘটনা ঘটে।



আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা  হাসপাতালে সেলিমকে দেখতে যান।

আহত সেলিম বাংলানিউজকে জানান, একটি বিয়ে অনুষ্ঠান থেকে রিকশাযোগে তিনি শহরের শিমুলবাগের নিজ বাসায় ফিরছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিন যুবক এসে অতর্কিতে তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

তিনি বলেন, তার কোনো শত্রু নেই। রাজনৈতিক প্রতিপক্ষের ইন্ধনে এ হামলা হয়েছে বলে তার ধারণা।

হাসপাতালে উপস্থিত সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তারিকুজ্জামান জানান, এ ঘটনায় জড়িতদের আটক করতে এরইমধ্যে অভিযান শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।