ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

কিশোরগঞ্জে আ.লীগের আনন্দ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
কিশোরগঞ্জে আ.লীগের আনন্দ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জনপ্রশাসন মন্ত্রী হওয়ায় কিশোরগঞ্জে আনন্দ মিছিল করেছে দলের নেতাকর্মীরা।
 
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য দিলারা বেগম ও কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক শরীফ সাদীর নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়।



সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ মিছিলে সদর ও হোসেনপুর উপজেলার হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবারও দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সৈয়দ আশরাফুলকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

এরআগে সৈয়দ আশরাফ ও শেখ হাসিনার ছবি সম্বলিত নৌকা, বৈঠা ও বাধ্যযন্ত্র নিয়ে সকাল থেকে নেতাকর্মীরা নেচে-গেয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।